জাতীয় যুব দিবসে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক'র ব্যতিক্রমী উদ্যোগ
- Updated Nov 02 2023
- / 435 Read
নিজস্ব প্রতিনিধি:
জাতীয় যুব দিবসে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর ব্যতিক্রমী উদ্যোগ গাছের চারা বিতরণ বেশ প্রশংসিত হয়েছে। বুধবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা বিতরণ করেন, ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর উপদেষ্টা জাফর উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বীর কন্যা রাবেয়া বেগম, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ এর প্রভাষক (হিসাববিজ্ঞান) নজরুল বিন মাহমুদুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় যুব দিবসে পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর পক্ষ থেকে গাছের চারা বিতরণের ভূয়সি প্রশংসা করেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত